Dure Hariye
Dure Hariye , Sajid Feat Minar , Batch 27 , Mithila , Apurba , Bangla New Song ,Mizanur Rahman Aryan
শিরোনামঃ দূরে হারিয়ে
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ সাজিদ সরকার
সঙ্গীতায়োজনঃ সাজিদ সরকার
টেলিফিল্মঃ ব্যাচ ২৭
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ সাজিদ সরকার
সঙ্গীতায়োজনঃ সাজিদ সরকার
টেলিফিল্মঃ ব্যাচ ২৭
Lyrics
কখনো দুচোখ জুড়ে তাকিয়ে থেকে
কখনো মায়ার বাঁধনে জড়িয়ে
ঘুম হয়ে, পিছু টান হয়ে
শুধু তুমিই তো ছিলে
পথের প্রান্তে গাওয়া গানগুলো
আর পুরনো খাতায় লেখা লাইনগুলো
নীল হয়ে, অবনীল হয়ে
শুধু তোমাকেই খোঁজে
জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে
কেন যে আছো লুকিয়ে
আজো আছি তোমারই হয়ে
যদি কখনো আবার হয় দেখা
যদি পথ দুটো না হয় একা
তবে রোজ রাতে আমি তারা হয়ে
জ্বলবো তোমার ইশারায়
জানা অজানার মাঝে ভুল হয়ে
কোন উদাসী বিকেল জুড়ে ঝুম হয়ে
সুর হয়ে, কবিতা হয়ে, শুধু তোমাকেই খুঁজি
জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে
কেন যে আছো লুকিয়ে
আজো আছি তোমারই হয়ে
কখনো মায়ার বাঁধনে জড়িয়ে
ঘুম হয়ে, পিছু টান হয়ে
শুধু তুমিই তো ছিলে
পথের প্রান্তে গাওয়া গানগুলো
আর পুরনো খাতায় লেখা লাইনগুলো
নীল হয়ে, অবনীল হয়ে
শুধু তোমাকেই খোঁজে
জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে
কেন যে আছো লুকিয়ে
আজো আছি তোমারই হয়ে
যদি কখনো আবার হয় দেখা
যদি পথ দুটো না হয় একা
তবে রোজ রাতে আমি তারা হয়ে
জ্বলবো তোমার ইশারায়
জানা অজানার মাঝে ভুল হয়ে
কোন উদাসী বিকেল জুড়ে ঝুম হয়ে
সুর হয়ে, কবিতা হয়ে, শুধু তোমাকেই খুঁজি
জানিনা কোথায় তুমি
কেন যে দূরে হারিয়ে
কেন যে আছো লুকিয়ে
আজো আছি তোমারই হয়ে
******
0 Comments