Ghunpoka ঘুনপোকা
Song: Ghunpoka ( ঘুনপোকা )
Lyric, Tune & Voice: Jisan Khan Shuvo
Music: Torik
Cast: Tapash Roy & Prothama
Video Director, DOP, Editor & Color: Chandan Roy Chowdhury
Label: Dhruba Music Station
Lyric, Tune & Voice: Jisan Khan Shuvo
Music: Torik
Cast: Tapash Roy & Prothama
Video Director, DOP, Editor & Color: Chandan Roy Chowdhury
Label: Dhruba Music Station
Lyrics in English
Lyrics
আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
যেদিন হতে প্রানবন্দে আমায় ছাইড়া গেছে।
হে আমার মনের গোপন ঘরে
ঘুনপোকা ধইরাছে,
যেদিন হতে প্রানবন্দে আমায় ছাইড়া গেছে
কইরা স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে ?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে ?
ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে,
ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে
আমার এমন প্রানেরও বন্ধু কার আকাশে উড়ে।
ওরে খুব যতনে এই পরানে পুইসা ছিলাম তারে
আমার এমন প্রানেরও বন্ধু কার আকাশে উরে
স্বপ্ন গুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?
ওরে তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে
তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে,
বলি কি দোষে ছাইড়া গেলি বইলা গেলি না রে।
ওরে তুই বিহনে দিবানিশি কান্দি আজও ওরে
বলি কি দোষে ছাইড়া গেলি বইলা গেলিনা রে
স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে?
আমার স্বপ্নগুলা মিছে, কইব কার কাছে..
********
0 Comments